Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন বছর পর নতুন সিনেমায় রিয়াজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

তিন বছর পর নতুন চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক রিয়াজ। দীপংকর দীপনের নির্মাণাধীন অপারেশন সুন্দরবন সিনেমায় অভিনয় করবেন তিনি। রিয়াজ জানান, দীপংকর দীপন এর আগে ঢাকা অ্যাটাক সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। তখন ইচ্ছা থাকলেও কাজ করা হয়নি। এবার যখন প্রস্তাব দিলেন তখন আর ফেরাতে পারিনি। তিনি জানান, এটি র‌্যাব ওয়েলফেয়ার ট্রাস্ট প্রযোজিত একটি দেশপ্রেমের সিনেমা। দেশের প্রতি ভালোবাসা থেকেই সিনেমাটিতে অভিনয় করতে রাজি হয়েছি। সিনেমাটিতে র‌্যাবের কমান্ডিং অফিসারের চরিত্রে আমি অভিনয় করব। চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। উল্লেখ্য, সুন্দরবনে র‌্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত হবে অপারেশন সুন্দরবন। গত ১৩ জুন সিনেমাটির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। র‌্যাব ওয়েলফেয়ার ট্রাস্টের সাথে এটি যৌথভাবে প্রযোজনা করছে থ্রি হুইলারস লিমিটেড। এতে আরও অভিনয় করবেন সিয়াম, নুসরাত ফারিয়া, রোশান। রিয়াজ সর্বশেষ অভিনয় করেন কৃষ্ণপক্ষ সিনেমায়। হূমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেন মেহের আফরোজ শাওন। এটি ২০১৬ সালে মুক্তি পায়।



 

Show all comments
  • Rasel Ahmed ৩ নভেম্বর, ২০১৯, ৭:৩২ এএম says : 0
    দারুণ কিছু হবে।i think superstar Riaz is a great superstar of Bangladesh❤❤
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ