প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেতা নেওয়াজউদ্দিন সিদ্দিকি বরাবরই কঠিন আর অভিনয়মুখি ভূমিকায় অভিনয় করে এসেছেন, তার রূপায়িত চরিত্রগুলোর প্রায় সবগুলোরই একধরণের কঠোর রূপ দেখা যায়। কিন্তু অভিনেতা নিজে পরিবারের সবার সঙ্গে দেখার উপযোগী রোমান্টিক-কমেডি ধারার চলচ্চিত্রে অভিনয় করতে চান। তিনি মনে করেন তার করা এসব গভীর ভূমিকা থেকে তাকে বাইরে নিয়ে আসবে ‘মোতিচুর চাকনাচুর’। দেবমিত্র বিশ্বাল পরিচালিত চলচ্চিত্রটি সম্পর্কে তিনি বলেন, “সচরাচর দেখা বলিউডের নায়ক থেকে, যারা দেখতে হ্যান্ডসাম আর দীর্ঘকায় হয়ে থাকে, এই ফিল্মের কেন্দ্রীয় চরিত্রটি ভিন্ন। আমি এই প্রথম এমন ধারার ফিল্মে কাজ করেছি। বরাবর আমার আশা ছিল এমন কাজ করার। আমি সবসময় অনুভব করেছি রোমান্টিক ভূমিকায় আমি মানানসই, অন্যরা হয়তো ভাবেনি।” “তাই কেউ আমাকে প্রস্তাব দেয়নি কারণ আমি দেখতে রোমান্টিক হিরোর মত নই,”সিদ্দিকি বলেন। অভিনেতাটি জানান ‘মোতিচুর চাকনাচুর’ পরিবারের সব সদস্যকে নিয়ে একসঙ্গে দেখা যাবে। “আমি এতে আছি বলে বলছি না, এতে ভিন্ন কিছু পাওয়া যাবে। একবারে নতুন কিছু নয়, আমরা প্রচলিত রোমান্টিক ধারা অনুসরণ করেছি। তবে ফিল্মটি আকর্ষণীয়। এটি চরম ধরণের ফিল্ম নয়, হালকা রসের, এমন ফিল্ম যা পরিবারের সদস্যদের নিয়ে দেখতে পারবেন। আমি এমন ফিল্ম নির্মাণ করতে চেয়েছি যা আমার মেয়ে দেখতে পারবে। আমার অনেক ফিল্ম আমার মেয়ে দেখতে পারে না, তাই এটা করেছি। এটি একটি ফ্যামিলি ফিল্ম,” তিনি বলেন। আতিয়া শেট্টির সহাভিনয়ে ‘মোতিচুর চাকনাচুর’ ১৫ নবেম্বর মুক্তি পাবে। সিদ্দিকির আরও দুই রম-কম ‘বোলে চুড়িয়া’ এবং ‘চলতা পুরজা’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।