Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাই ট্রাক মালিক সদস্যদের শপথ

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

দক্ষিণ রাঙ্গামাটি চটগ্রাম ট্রাক মালিক সমিতি কাপ্তাই শাখার ত্রি-বার্ষিক নির্বাচনে কার্যকরী কমিটির গত শুক্রবার বিকাল ৫টায় আপস্ট্রিম জেটিঘাট সমিতি কার্যালয়ে নির্বাচন উপ পরিষদ চেয়ারম্যান ও কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোহাম্মদ আমির হোছাইন এর সভাপতিত্বে শপথ বাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ। বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দিন, চন্দ্রঘোনা কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিচ আজগর, সমিতির উপদেষ্ঠা হাজী সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি মির্জা নাজিম উদ্দিন খোকন, সাবেক সাধারণ সম্পাদক ওয়াইদুল্যাহ চৌধুরী, রাঙ্গামাটি জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মো. শাহাদাৎ হোসেন, বর্তমান মালিক সমিতির সভাপতি হাজী মো. লোকমান, সম্পাদক শাসশুল আলম নুর (মুন্না)। নির্বাচনে ১৩ সদস্য বিশিষ্ঠ কার্যকরী সমিতির সকল সদস্য শপথ বাক্য পাঠ করেন। শপথবাক্য পাঠগ্রহণ কালে সকল সদস্যদের ব্যবসায়ী স্বার্থে একযোগে কাজ করার জন্য শপথ নেয়। এসময় তাদের নিজনিজ দায়িত্ব একে অপরকে হস্তান্তর করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ