Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মংলায় বণিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

মংলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

বন্দর ও শহরের ব্যবসায়ীদের নিয়ে গঠিত মংলা বণিক সমিতির নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার রাতে শহরের বাজার এলাকায় এইচ এম দুলালের সভাপতিত্বে ব্যবসায়ীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় ।

সভায় বলা হয় দীর্ঘদিন মংলা বণিক সমিতির কার্যক্রম বন্ধ রয়েছে । কমিটির অধিকাংশ সদস্য মংলা থেকে চলে গেছেন অথবা মারা গেছেন তাই এই সংগঠনটিকে পুনরায় সচল করতে হবে, না হলে ব্যবসায়িরা নানাভাবে হয়রানি ও সমস্যর সম্মুখিন হবেন । তাই জরুরি এই সভায় সর্ব সম্মতিক্রমে ১৩ সদস্য বিশিষ্ট একটি আহŸায়ক কমিটি গঠন করা হয়। এতে এইচ এম দুলালকে আহবায়ক এবং আলহাজ আবু তাহেরকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে। গঠিক কমিটি মংলা বাজারের ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সার্বিক কার্যক্রম চালিয়ে যাবে বলে সভায় সিদ্ধান্ত গৃহিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ