রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বগুড়ার সান্তাহারে বিএনপির সদস্য ফরম জমা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। গত শুক্রবার রাত ৭ টায় স্থনীয় দলীয় কার্যালয়ে সান্তাহার পৌর বিএনপির আহবায়ক আলহাজ মজিবর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আলী আজগর হেনা, বগুড়া জেলা মহিলা দলের সভানেত্রী লাভলি রহমান, আদমদীঘি উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার, সান্তাহার পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রফিকুল ইসলাম, সান্তাহার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মনসুর আলী, সাবেক সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ তোফাজ্জল হোসেন ভুট্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক আকতারুজ্জান মিঠূসহ প্রমুখ বক্তব্যে রাখেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বিএনপির সদস্য ভর্তি কর্মসূচী শতভাগ হয়েছে। এতেই প্রমাণ হয় বিএনপি গনতন্ত্রের বিশ্বাসী। যারা গনতন্ত্র বিশ্বাস করে না তারা গনতান্ত্রীক প্রক্রিয়ায় ভোট না করে অন্যপথ অবলম্বন করে গনগনের ভোটাধিার ছিনিয়ে নিয়ে ক্ষমতায় গিয়ে দেশের অর্থ সম্পদ লুটপাট করছে। আলোচনা শেষে সান্তাহার পৌর এলাকার ৯টি ওয়ার্ডের বিএনপির সদস্য ভর্তি করা ফরম প্রধান অতিথির হাতে তুলে দেন আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।