রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর থানার ওসিসহ ১২জন পুলিশ কর্মকর্তাকে একযোগে অন্যত্র বদলি করা হয়েছে। এতে করে মাদক ব্যবসায়ীদের মাঝে উচ্ছাস দেখা দিয়েছে। চিহ্নিত অনেক মাদক ব্যবসায়ীদের দীর্ঘদিন এলাকায় দেখা না গেলেও আবারও অনেক মাদক ব্যবসায়ীদের হাকিমপুর থানায় আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশের নানা অভিযানের ফলে মাদক বিক্রয় প্রবণতা কমলেও তাদের বদলির কারনে আবারও হিলিতে মাদকের সহজলভ্যতা বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা।
স্টুডেন্ট বেস কমিউনিটি পুলিশং ইউনিটের সাধারন সম্পাদক মুহিত আহম্মেদ জানান, হাকিমপুর থানা হিলি সীমান্ত এলাকা হওয়ার কারণে এখানে মাদক ব্যবসায়ী বেশী ছিল। আমরা দেখছিলাম মাদকের কারনে যুবসমাজ ধ্বংসের দিকে যাচ্ছে, এমনকি আমাদের বন্ধু বান্ধু বসহপাঠী রয়েছেন তারাও অনেকে মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছিল। তাদেরকে সেই পথ থেকে ফিরিয়ে আনতে আমরা স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা থানা পুলিশের সহযোগীতায় স্টুডেন্ট বেস কমিউনিটি পুলিশিং ইউনিট গঠন করি। কিন্তু বর্তমানে ওসিসহ বেশ কয়েকজন কর্মকর্তার বদলী হওয়ার কারনে সেই কার্যক্রম অনেকটাই মুখ থুবড়ে পড়বে।
হাকিমপুর থানার (তদন্ত) রেজাউল করিম জানান, হঠাৎ করে প্রশাসনিক কারণে গত ২৯ ও ৩১ অক্টোবর দু’দফায় হাকিমপুর থানার ওসিসহ এক সাথে ১২ অফিসারের অন্যত্র বদলি হওয়ায় থানায় সাময়িক ভাবে জনবল সল্পতা দেখা দিয়েছে। তবে আগামী দু’এক দিনের মধ্যেই সব পূরন হয়ে যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।