Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রশ্ন ফাঁসের গুজব রটনাকারীদের কঠোরহস্তে দমন করা হবে-শিক্ষামন্ত্রী

কেরানীগঞ্জ(ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৯, ১:০৭ পিএম | আপডেট : ১:৫১ পিএম, ২ নভেম্বর, ২০১৯

শিক্ষামন্ত্রী ডাঃ দিপুমনি বলেছেন, প্রশ্নপত্র ফাঁসের গুজবকারীদের কঠোরহস্তে দমন করা হবে। যারা প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ায় তাদের থেকে সবাইকে সর্তক থাকতে হবে। প্রশ্নপত্র ফাঁসের গুজবে কেহ কান দিবেন না। এখনো প্রশ্নপত্র ফাঁসের কোন ঘটনা ঘটেনি। আর আশা করছি ঘটবেও না। তবে প্রশ্নপত্র ফাঁসকারী প্রতারকচক্র সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে টাকা-পয়সা হাতিয়ে নেয়ার চেষ্টা করবে। কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থাগুলো সেব্যাপারে নজরদারী করছেন। তিনি আজ শনিবার সকালে কেরানীগঞ্জের জিনজিরা পীএম পাইলট স্কুল এন্ড কলেজ জিএসসি পরীক্ষা কে›ন্দ্র পরিদর্শনকালে একথা বলেন। শিক্ষামন্ত্রী আরো বলেন, সরাদেশেই এবার জেএসসি পরীক্ষা চলাকালীন সময়ে প্রশ্নপত্র ফাঁসকারীরা যেন কোনভাবে প্রশ্নপত্র ফাঁস করতে না পারে সেজন্য কঠরভাবে নজরদারী করা হচ্ছে। ভ’য়া প্রশানপত্র ফাঁসের মাধ্যমে গুজব ছড়িয়ে এক শ্রেনীর প্রতারক সহজ সরল মানুষের কাছ থেকে লক্ষলক্ষ টাকা হাতিয়ে নেয়। এব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন,আপনারা আপনাদের সন্তানদের ভালভাবে লেখাপড়া করাবেন। তারা যেন লেখাপড়া না করে প্রশ্ন ফাঁসকারীচক্রের ফাঁদে না পড়ে সে দিকেও আপনাদের সতর্ক থাকতে হবে। আপনাদের সন্তানেরাে যেন মেধা অনুযায়ী পরীক্ষায় ভাল ফলাফল করতে পারবে সে বিষয়ে আপনারা বেশি যতবান হবেন। এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল,শিক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সচিব সোহরাব হোসেন,ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক,ঢাকা শিক্ষা বোর্ডের মহাপরিচালক(ডিজি) গোলাম ফারুক, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল ও কেরানীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষামন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ