Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি

চান্দিনা উপজেলা সংবাদদাতা : পবিত্র | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৯, ১২:০০ এএম

 রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‌্যালি বের করে বাংলাদেশ রেজভীয়া তালিমুস সুন্নাহ বোর্ড ফাউন্ডেশন চান্দিনা উপজেলা শাখা। গতকাল শুক্রবার বাদ জুমা র‌্যালিটি ছায়কোট কার্যালয় থেকে বের হয়ে চান্দিনা পৌর সদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চান্দিনা মোকাম বাড়ি শাহী ঈদগাহ ময়দানে গিয়ে মিলাদ কিয়াম ও দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়। বক্তারা বলেন পবিত্র রবিউল আউয়াল মাসে রাহমাতুললিল আলামীন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আগমন করেন। সৃষ্টি জগতের জন্য প্রিয় নবীজী হলেন বিশেষ নিয়ামত ও রহমত। প্রকৃতপক্ষে মুমিন মুসলমানের নিকট রবিউল আউয়াল (১২ই রবিউল আউয়াল) দিনটি ইমানি চেতনা ও আধ্যাত্মিক মূল্যবোধে উজ্জীবিত একটি অবিস্মরণীয় দিন। তাই নবীজির দেখানো আদর্শ প্রতিটা মুমিনের দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করা একান্ত প্রয়োজন। বক্তব্য রাখেন- বাংলাদেশ রেজভীয়া তালিমুস সুন্নাহ বোর্ড ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মুফতি কাজী ছিদ্দিকুর রহমান রেজভী, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাও. কাজী হুমায়ন কবির আজাদী, তালিমুস সুন্নাহ শিক্ষা উন্নয়ন পৌর কমিটির সভাপতি মো. মোজ্জাম্মেল হক প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ