Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই বছরের মধ্যে ওয়ান ডিরেকশন এক হচ্ছে না

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ব্রিটিশ ব্যান্ড ওয়ান ডিরেকশনের সাবেক সদস্য লিয়াম পেইন জানিয়েছেন অন্তত দুই বছরের মধ্যে তাদের ব্যান্ডের এক হবার সম্ভাবনা নেই। পেইন, হ্যারি স্টাইলস, লুইস টমলিনসন এবং নিয়াল হোরানকে নিয়ে গঠিত ব্যান্ডের সদস্যরা ২০১৬’র জানুয়ারি থেকে রেকর্ডিং সেশন এবং পারফরমেন্স থেকে বিরত থেকে তাদের স্ব স্ব ক্যারিয়ারের জন্য আলাদা কাজ করে যাচ্ছেন। ‘দ্য জনাথান রস শো’তে পেইন বলেন,” সংবাদ মাধ্যমে প্রত্যেকে আলাদা আলাদা কিছু না কিছু বলেছে তবে আমরা একত্রে কিছু বলিনি। আমি এ কথাই বলতে পারি, অ্যালবাম হোক বা সিঙ্গল হোক সবাই এই মুহূর্তে কিছু না কিছু নিয়ে ব্যস্ত আছে। আমার মনে হয় না দু’বছরের মধ্যে আমরা এক হতে পারব।” ২০১৫তে ব্যান্ড ছেড়ে যাওয়া জেইন মালিক ফিরবেন কীনা জানতে চাইলে তিনি বলেন, “আমার মনে হয় না তা ঘটবে। যখন সে ব্যান্ড ছেড়েছিল তা খুব স্বাভাবিক পরিস্থিতিতে হয়নি তাই আমার মনে হয় এটা কঠিন হবে। সে যদি না থাকতে চায় তাহলে না থাকাই ভাল। এটাই ভাল।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ