Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিঠা ও চপ বিক্রি করে স্বাবলম্বী

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ফরিদপুর শহরের লক্ষীপুর নিবাসী সখিনা বেগম পিঠা ও চপ বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন। প্রতিদিন ফরিদপুরের টেপাখোলা এলাকায় বেলাতলাতে বিকেল হলেই পিঠা ও চপ বিক্রি করেন। এলাকার সর্ব সাধারণ সখিনা বেগমের নিকট থেকে পিঠা ও চপ ক্রয় করে খায়।
সখিনা বেগম জানান, প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বেলতলাতে বসে পিঠা ও চপ বিক্রি করেন। প্রতিদিন গড়ে আটশত থেকে এক হাজার টাকার পিঠা ও চপ বিক্রি করে থাকেন। কোন কোন দিন চারশত টাকা কোন কোন দিন পাঁচশত টাকা লাভ হয়। এতে সখিনার সংসার ভালোভাবেই চলে। দুই ছেলেকে লেখা পড়া করান স্বামী শেখ জাহাঙ্গীর রিকশা চালিয়ে প্রতিদিন দুই থেকে তিনশত টাকা উপার্জন করেন। দুই জনের উপার্জনের টাকা দিয়ে সংসার ভালোভাবেই চলছে তাদের এবং এখন তারা স্বাবলম্বী। সখিনা বেগমের আশা দুই ছেলেকে লেখা পড়া শিখিয়ে বড় চাকরিজীবী বানানো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ