Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সৈয়দপুরে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

গুনগত শিক্ষারমান প্রসার তথা দেশের সার্বিক শিক্ষাকার্যক্রমে অংশগ্রহণ এবং অর্থাভাবে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখা যেন ব্যাহত না হয় সে লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে মানবিক সাহায্য সংস্থার উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ২০১৯ প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে সৈয়দপুরস্থ কমিউনিটি বেইজড রিসোর্স সেন্টারে এ সংক্রান্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবিক সাহায্য সংস্থার নির্বাহী পরিচালক মুনাওয়ার রেজা খান। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অমলেন্দু মুখার্জী প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান এবং মানবিক সাহায্য সংস্থার কামারপুকুর শাখা ভবনের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন নীলফামারীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম গোলাম কিবরিয়া ও কামারপুকুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম লোকমান। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন মানবিক সাহায্য সংস্থার সহকারী পরিচালক স্বপনা রেজা। অনুষ্ঠানে ১৯ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ