Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৯, ১২:০৭ এএম

বলিউড শীর্ষ পাঁচ
১ হাউসফুল ফোর
২ মেড ইন চায়না
৩ ওয়ার
৪ ষা- কি আঁখ
৫ লাল কাপ্তান

হাউসফুল ফোর
ফরহাদ সামজি পরিচালিত কমেডি ফিল্ম।
এই কাহিনী ১৪১৯ আর ২০১৯ সালে বিভক্ত। সাম্প্রতিক অংশে হ্যারি (অক্ষয় কুমার), রয় (রিতেশ দেশমুখ) আর ম্যাক্স (ববি দেওল) একটি ব্যবসায়ে পার্টনার। এক ডনের কাছ থেকে বিপুল অর্থ ঋণ নিয়ে ফেরত দিতে ব্যর্থ হয় তারা। পরিকল্পনা করে এক ধনকুবেরের তিন তরুণী কন্যা কৃতি, (কৃতি সানোন) নেহা (কৃতি খারবান্ডা) এবং পূজার (পূজা হেগড়ে) সঙ্গে তারা প্রেম ও বিয়ে করে অর্থ সংগ্রহ করে। আর প্রেমে সফল হয় তারা। তারপরই হ্যারির সঙ্গে গত জন্মের বন্ধু আখরি পাস্তার (চাঙ্কি পা-ে) দেখা হয় এবং তার পূর্বজন্মের কথা মনে পড়ে যায়।সেই জন্মে সে ছিল রাজকুমার বলদেব সিং, রয় ছিল বাংডু মহারাজা আর ম্যাক্স ছিল ধরমপুত্র। তাদের প্রেমিকারা একসময় তাদেরই স্ত্রী ছিল তবে এই জন্মে প্রেমিকা ওলটপালট হয়ে গেছে। হ্যারি অন্য দুজনকে তা বোঝাবার চেষ্টা শুরু করে। দারুণ বিভ্রান্তিতে পড়ে যায় তিন বন্ধু।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ