রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদর থেকে ১২ কিঃমিঃ উত্তরে নিভৃত পল্লীতে জাহাঙ্গীরপুর ইউনিয়নে দেউলডাংরা ভূইয়াবাড়ি একাডেমী অবস্থিত। শিক্ষাদীক্ষায় অনগ্রসর এলাকায় ১৯৯৬ ইং সনে স্থানীয় লোকজনের সহযোগিতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন তৎকালীন ইউপিঃ চেয়ারম্যান এ. কে. এম আবুল মনসুর ভূইয়া। প্রতিষ্ঠানটি এমপিওভূক্ত না হওয়ার কারনে শিক্ষক- কর্মচারীরা এখন চরমভাবে হতাশাগ্রস্থ হয়ে পড়েছে বলে জানান একাডেমী পরিচালনা পরিষদের সভাপতি মোঃ আব্দুছ ছাত্তার মাষ্টার। আর এর প্রভাব পড়বে পাঠদানের উপর। শিক্ষকদের অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করার কারণে পাঠদান ব্যাহত হওয়ার আশংকায় রয়েছে অত্র একাডেমীতে অধ্যয়নরত ৪ শতাধিক শিক্ষার্থী।
এবার উপজেলার ৫ টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও ভূক্ত হয়েছে। এমপিও ভূক্তির সকল ক্যাটাগরি বিদ্যমান থাকা এবং শর্ত পূরণ করা সত্বেও প্রতিষ্ঠানটির এমপিও ভূক্ত না হওয়ায় হতাশ এলাকাবাসী। গত ০১.০১.২০১১ ইং সনে নবম শ্রেণীর পাঠদানের অনুমতি প্রাপ্তির পর থেকে একাডেমীর এস.এস.সি পাশের রেজাল্ট প্রতিবছরই সন্তোষজনক। স্থানীয় সংসদ সদস্যের ঐকান্তিক চেষ্টায় ৪ তলা ভবনের কাজ নির্মানাধীন।
একাডেমীর সহকারী শিক্ষিকা পারভীন আক্তার জানান, বুকবাঁধা আশা নিয়ে ১৩ বছর যাবৎ একাডেমীতে বিনাবেতনে পাঠদান দিয়ে যাচ্ছি। আশাছিল এবার একাডেমীটি এমপিও ভূক্ত হবে। এমপিও ভূক্ত না হওয়ায় ছেলেমেয়েদের নিয়ে আগামীদিনের ভবিষ্যত অন্ধকার দেখছি। শিক্ষক, কর্মচারী ও এলাকাবাসীর দাবী শিক্ষানুরাগী মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ সরকারের উর্ধতন মহলের কাছে আকুল আবেদন যাতে একাডেমীটি এমপিও ভূক্ত করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।