Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়পুরহাটে বিনামূল্যে হেলমেট বিতরণ

জয়পুরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৯, ১:৪৮ এএম


‘হেলমেট ছাড়া বাইক নয়, সচেতনতানায় দূর্ঘটনা প্রতিরোধ হয়’ এই স্লোগানকে সামনে রেখে- মোটরসাইকেল চালক ও অরোহীদের নিরাপত্তার জন্য জয়পুরহাট জেলা ট্রাফিক বিভাগের উদ্যোগে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় মসজিদের সামনে প্রধান সড়কে প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও ৫০জন মোটরসাইকেল চালককে বিনা মূল্যে হেলমেট বিতরণ করেন। এসময় আরো বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক ও, ট্রাফিক ইন্সপেক্টর জামিরুল ইসলাম।
জয়পুরহাটে স্কুল ব্যাংকিং কনফারেন্স

ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় করি, সুন্দর ভবিষৎ গড়ি- এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে জয়পুরহাট জেলায় কর্মরত ১৯টি ব্যাংক এর আয়োজনে স্কুল ব্যাংকিং কনফারেন্স স্থানীয় স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
গতকাল বহস্পতিবার সকালে এ উপলক্ষ্যে এক র‌্যালী রামদেও বাজলা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ হতে বের হয়ে কনফারেন্স রুমে গিয়ে শেষ হয়। প্রাইম ব্যাংকের জোন প্রধান একেএম এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার সালাম কবির পিপিএম, বাংলাদেশ ব্যাংকের উপ ব্যবস্থাপক রাশিদা বেগম, সোনালী ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক বদরুল আলম, অগ্রনী ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল মান্নান, রাকাবের আঞ্চলিক ব্যবস্থাপক অনুকুল চন্দ্র সরকারসহ জেলায় কর্মরত ১৯টি ব্যাংকের ব্যবস্থাপক, বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীগন।
কনফারেন্সে জানানো হয় জয়পুরহাট জেলার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা ১৯ হাজার ৯শ ৮ টি একাউন্টে ৩ কোটি ৬৫ লাখ ৫৭ হাজার টাকা জমা রেখেছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ