বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজারের টেকনাফে নাফনদীতে মাছ ধরারত অবস্থায় মিয়ানমার নৌ সীমান্তরক্ষীদের গুলিতে নুর মোহাম্মদ (৩৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া আবুল কালাম (৩২) নামে গুলিবিদ্ধ অপর এক জেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোররাতে টেকনাফের হোয়াইক্যং সীমান্তে নাফ নদীতে এ ঘটনা ঘটে।
নিহত নুর মোহাম্মদ টেকনাফের হোয়াইক্যং পূর্ব মহেশখালীয়া পাড়ার মৃত ছিদ্দিক আহমদের ছেলে। তার চার মেয়ে ও এক ছেলে আছে। অপরদিকে গুলিবিদ্ধ আবুল কালাম একই এলাকার বক্তার আহমদের ছেলে। তিনিও তিন সন্তানের জনক।
আবুল কালাম জানান, তারা মামা-ভাগ্নে দু’জনে নাফনদীর বাংলাদেশ সীমান্তে আজ (বৃহস্পতিবার) ভোররাতের ঠেলা জাল (হাত দিয়ে ঠেলে চালানো) নিয়ে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ করেই মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী আমাদের লক্ষ্য করে গুলি চালায়। আমরা দু’জনই গুলিবিদ্ধ হই। আমি নুর মোহাম্মদকে টেনে কুলে নিয়ে আসি। এরপর আর কিছু জানি না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।