Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাজী আনিস ও স্ত্রী সুমির বিরুদ্ধে দুদকের মামলা

জি কে শামীমকে জিজ্ঞাসাবাদ রোববার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৯, ১২:০৩ এএম

যুবলীগের বহিষ্কৃত দফতর সম্পাদক কাজী আনিসুর রহমান এবং তার স্ত্রী সুমি রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার সংস্থার উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। এজাহারে কাজী আনিসুর রহমানের বিরুদ্ধে ১২ কোটি ৮০ লাখ ৬০হাজার ৯২০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

সুমি রহমানের বিরুদ্ধে ১ কোটি ৩১ লাখ ১৬ হাজার ৫শ’ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। তাদের বিরুদ্ধে ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়। এর আগে কথিত যুবলীগ নেতা জি. কে. শামীম, খালেদ মাহমুদ ভুইয়া, লোকমান হোসেন ভুইয়ার বিরুদ্ধেও মামলা করে দুদক। ক্যাসিনোকান্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শিঘ্রই আরো কিছু মামলা প্রস্তুতি চলছে জানিয়েছে দুদক সূত্র।

এদিকে বিতর্কিত ঠিকাদার যুবলীগের কথিত নেতা জি.কে,শামীম এবং যুবলীগ দক্ষিণের বহিষ্কৃত নেতা খালেদ মাহমুদ ভুইয়াকে আগামি রোববার থেকে জিজ্ঞাসাবাদ শুরু করবে দুদক টিম। ইতিমধ্যেই আদালত থেকে অনুমোদন নেয়া হয়েছে। গত ২৭ অক্টোবর শামীম ও খালেদের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। সে অনুসারে আজ সকালে জিকে শামীমকে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে দুদক কার্যালয়ে আনা হবে। গত ১৮ সেপ্টেম্বর খালেদ ও ২০ সেপ্টেম্বর শামীমকে গ্রেফতার করে র‌্যাব। ২১ অক্টোবর তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। জিকে শামীমের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিন। তার বিরুদ্ধে ২শ’ ৯৭ কোটি ৯ লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। খালেদ মাহমুদের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম। তার বিরুদ্ধে ৫ কোটি ৫৮ লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ