Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটিয়ায় গাছ লুটের অভিযোগ প্রশাসন নীরব

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৯, ১২:০৪ এএম

পটিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের আমির ভান্ডার এলাকায় বাদশা মিয়া নামের জনৈক ব্যক্তির বসত বাড়ির সামনে গাছ বাগানের জায়গা গ্রাস করার উদ্দেশ্যে বাগানের প্রায় দেড় লক্ষ টাকার গাছ কেটে সন্ত্রাসীরা লুট করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বাদশা মিয়া গতকাল (মঙ্গলবার) পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নুরুল হুদা আমিরীসহ ৯ জনকে বিবাদী করে বাদশা মিয়া একটি সিআর মামলা দায়ের করেছে।

জানা যায়, বাদশা মিয়া তার পৈতৃক প্রাপ্ত মৌরশী সম্পত্তিসহ তার বোনের সম্পত্তি ক্রয় করে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিল। বাদশা মিয়া বসতবাড়ির সামনে একটি গাছ বাগান করে। এ গাছ বাগানে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। গত এক বছর ধরে স্থানীয় কতিপয় লোকজন তার বাগান ও বাগানের জায়গার উপর কুনজর পড়ে। গাছ বাগানসহ জায়গাটি বিক্রি করে দেয়ার জন্য স্থানীয় নুরুল হুদা আমিরী নামের এক ব্যক্তি চাপ প্রয়োগ করতে থাকে। তিনি তাতে রাজী না হলে গত ২০ অক্টোবর বাদশা মিয়াকে নুরুল হুদা আমিরী তার আস্তানায় নিয়ে জোর পূর্বক একটি অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার চেষ্টা চালায়। এ অবস্থায় বাদশা মিয়াসহ তার ছেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বাদশা মিয়া থেকে স্বাক্ষর নিতে না পেরে গত ২৩ অক্টোবর বাগানে লোকজন দিয়ে প্রতিপক্ষরা ৪টি রেইন্ট্রি গাছ কেটে লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে পুলিশকে জানালেও কোন ব্যবস্থা নেয়নি। বাদশা মিয়া জানান গত ২০১৮ সালে প্রতিপক্ষ আলামগীরসহ কয়েকজন গাছ বাগান দখল এবং বাঁশ বাগান থেকে বাঁশ কেটে নেয়ার সময় সে বাঁধা দিলে তাকে কুপিয়ে মারাত্বকভাবে জখম করা হয়।
এ ব্যাপারে ৩ জনের বিরুদ্ধে আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। নুরুল হুদা আমিরী থেকে জানতে চাইলে তিনি ঘটনা সত্য নয় বলে জানান। পটিয়া থানার ওসি বোরহান উদ্দীন জানান এ সংক্রান্ত বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ