প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়ক ইমন। তার এই সিনেমার নাম আকবর-ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। আন্ডার ওয়ার্ল্ডের এক ডনের ভূমিকায় অভিনয় করবেন তিনি। সিনেমাটি পরিচালনা করবেন সৈকত নাসির। এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রণক ইকরাম। নাম ভূমিকায় অভিনয় করবেন ইমন। ১৫ জানুয়ারি থেকে সিনেমাটির শুটিং শুরু হবে জানান নির্মাতা। ইমন বলেন, সিনেমাটির গল্পে চমক রয়েছে। আর সৈকত নাসির একজন ভালো নির্মাতা। দর্শকদের আমরা নতুন কিছু উপহার দিতে পারব। নতুন এক ইমনকেই খুঁজে পাবেন দর্শক। এতে নায়িকা কে থাকছে তা এখনও ঠিক হয়নি। উল্লেখ্য, তৌকীর আহমেদ পরিচালিত 'দারুচিনি দ্বীপ' সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে ইমনের। এরপর 'এক বুক ভালোবাসা', ‘পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ, 'গহীনে শব্দ', 'লাল টিপ', 'পদ্ম পাতার জল', 'পাসওয়ার্ড' সিনেমায় অভিনয় করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।