Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেইট বেকিনসেলের ধারণা তিনি দেখতে রায়েন রেনল্ডসের মত!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৯, ১২:০৪ এএম

অভিনেত্রী কেইট বেকিনসেলের ধারণা তাকে দেখতে অভিনেতা রায়েন রেনল্ডসের মত, তবে স্বাভাবিক পরিস্থিতিতে নয়। এক টিভি অনুষ্ঠানে ব্রিটিশ অভিনেত্রীটি বলেন : “আমি দেখতে একেবারে রায়েন রেনল্ডসের মত। স্বাভাবিক নয়, অদ্ভুত এক দিক দিয়ে। যেমন আমার পাশ দিয়ে ধরুন পোস্টার সাঁটা বাস চলে যাচ্ছে, আমি ভাবি, আমি দেখতে তো দারুণ, দাঁড়াও এটা তো আমি নই, আমি তো এই ফিল্মটি করিনি’।” এমন অদ্ভুত কথা শুনে উপস্থাপক বেকিনসেল আর রেনল্ডসের ছবি পাশাপাশি রেখে দর্শকদের দেখান যদি তারা অভিনেত্রীটির সঙ্গে একমত হয়। উপস্থাপক এর পর নিজেই বলেন : “আমি আসলে এমন কোনও মিল দেখছি না।” কেইট উপস্থাপককে নিশ্চিত করেন যো তুলনা অদ্ভুত শোনালেও তাদের মাঝে মিল আছে। “তিনি যে দেখতে মেয়েলি নয় বরং তিনি বিশালদেহী একজন কানাডীয় পুরুষ এমন বাস্তবতার সঙ্গে আমাকে রীতিমত যুদ্ধ করতে হয় আর আমি তার মাঝে আমাকে দেখতে পাই,” ‘আন্ডারওয়ার্ল্ড’ তারকা বলেন। আর এজন্যই তি নি রেনল্ডসের সঙ্গে কোনও ফিল্মে কাজ করেননি বলে জানান। “আমি তো তার সঙ্গে একই ঘরে থাকতে পারি না,” রসিকতা করে তিনি বলেন, “কারণ তাতে আমাদের একজন বিস্ফোরিত হবে বা কোনও অঘটন ঘটবে।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ