বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়া অফিস : দুই নারীকে গণ-ধর্ষণের দায়ে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড করেছেন আদালত।
আজ রোববার বেলা দেড়টার দিকে শুনানি শেষে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. আব্দুল মান্নান এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নন্দীগ্রাম উপজেলার বাসিন্দা সোলায়মান আলী মন্ডল, মো. মহির উদ্দিন, আয়নাল হক ও মোজাহার আলী মোজা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিঁপিঁ) নরেশ মুখার্জী জানান, ২০০১ সালের ২৯ অক্টোবর নন্দীগ্রাম উপজেলার সিংড়া পুকুর এলাকায় দুই নারীকে ধর্ষণের দায়ে তাদের ওই সাজা দেয়া হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ওই ঘটনায় গণ-ধর্ষণের শিকার দুই নারীর মধ্যে এক নারী বাদী হয়ে নন্দীগ্রাম থানায় একই দিনে চারজনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলার ১৫ বছর পর রোববার দুপুরে আসামিদের উপস্থিতিতে শুনানি শেষে ট্রাইব্যুনালের বিচারক ওই রায় ঘোষণা করে দোষীদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।