Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাতে জেএসএসি পরীক্ষা দেবে দুই পরীক্ষার্থী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৯, ১:০২ পিএম

যশোর শিক্ষা বোর্ডে এবার দুই শিক্ষার্থীর জন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) দুটি বিষয়ের পরীক্ষা রাতে অনুষ্ঠিত হবে।

খ্রিস্টান ধর্মের 'সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট’ সম্প্রদায়ের মানুষদের ধর্মীয় বিধানমতে শনিবারে দিনেরবেলা লেখা নিষেধ। এ কারণে এই দুই জেএসসি পরীক্ষার্থীর পরীক্ষা রাতে নেওয়ার জন্য যশোর বোর্ড কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে। এবার জেএসসি পরীক্ষা শুরু হচ্ছে ২ নভেম্বর থেকে। শুরুর দিন ২ নভেম্বর শনিবার বাংলা এবং ৯ নভেম্বর শনিবার গণিত পরীক্ষা এই দুই পরীক্ষার্থীর জন্য সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। এই দুই পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষাসংশ্লিষ্ট সবাই রাতে কেন্দ্রে দায়িত্ব পালন করবেন।

খ্রিস্টধর্মের 'সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট' সম্প্রদায়ের এই দুই পরীক্ষার্থী হলো কুষ্টিয়া সান আপ ইন্ট্যারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী অ্রাডেনিস রাতুল বাইন ও কুষ্টিয়ার সেভেন ডে অ্যাডভেন্টিস্ট চার্চের শিক্ষাথী আলবার্ট স্মিথ বালা। এদের আবেদনের প্রেক্ষিতে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। এই দুই পরীক্ষার্থী কুষ্টিয়া হাই স্কুল কেন্দ্রে পরীক্ষা দেবে।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র মঙ্গলবার জানান, ওই দুই পরীক্ষার্থী খ্রিস্টধর্মের সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট সম্প্রদায়ের। তাদের ধর্মীয় বিধান অনুযায়ী শনিবার দিনের বেলায় লেখা নিষেধ। এ বিষয়ে তারা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে বোর্ডে আবেদন করে। তাদের দাবি ছিল দিনের পরিবর্তে রাতে পরীক্ষা নেওয়ার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেএসসি-জেডিসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ