বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বেনাপোল স্থলবন্দরের বাইপাশ সড়কে পাথড় লোড আনলোড করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় বন্দরের ৪ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে বেনাপোলের ছোট আঁচড়া বাইপাস সড়কে এ ঘটনাটি ঘটে। সন্ত্রাসী হামলার ঘটনায় বেনাপোল বন্দরে সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত সকল প্রকার মালামাল লোড আনলোডসহ খালাস প্রক্রিয়া বন্ধ ছিল। হামলার প্রতিবাদে কয়েক হাজার বন্দর শ্রমিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
আহত শ্রমিক দুলু জানান, তিনি ও তার গ্রুপের শ্রমিকরা সবাই মিলে বেনাপোল ছোট আঁচড়া বাইপাস সড়কে আমদানিকৃত পাথর লোড-আনলোডের কাজ করতে যান। এ সময় একদল সন্ত্রাসী প্রাইভেটকারে এসে, কর্মরত শ্রমিকদের উপর গাড়ি চালিয়ে দেয়। গাড়িতে থাকা সন্ত্রাসীরা লাঠি-সোঁটা, বোমা ও দেশীয় অস্ত্র নিয়ে শ্রমিকদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তিনিসহ তার দলের ৪ শ্রমিক আহত হন। আহত শ্রমিকদের উদ্ধার করে নাভারন হাসপাতালে পাঠান স্থানীয় জনগণ। পরে দুপুরের দিকে পুলিশ দিঘিরপাড় গ্রামে অভিযান চালিয়ে ঐ গ্রামের রহমানের ছেলে রায়হান (৩০) কে আটক করে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, শ্রমিকদের সাথে কথা বলে হামলাকারীদের আটকের আশ্বাস দিলে তারা দ্রুত সময়ে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে বন্দরে কাজে ফিরে যান। এ ঘটনায় বেনাপোল পোর্র্ট থানায় মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।