বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর জালালাবাদ দরবারে হাশেমীয়ায় ১২ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (সা.) সেমিনার আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। আহছানুল উলুম জামেয়া গাউছিয়া মাদরাসা সংলগ্ন হাশেমীয়া আলীয়া মিলাদুন্নবী (সা.) ময়দানে আঞ্জুমানে মুহিব্বানে রাসূল (সা.) গাউছিয়া জিলানী কমিটির উদ্যোগে অনুষ্ঠেয় এ সেমিনার সফলে ও মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে গতকাল গাউছিয়া হাশেমী কমিটির ব্যবস্থাপনায় চট্টগ্রাম জমিয়তুল ফালাহ থেকে এক বর্ণাঢ্য মোটর গাড়ি র্যালি ও পথ সভা অনুষ্ঠিত হয়।
মাওলানা কাযী মুহাম্মদ বাহা উদ্দীন হাশেমীর সভাপতিত্বে নগরীর গুরুত্বপূর্ণ ১১টি পয়েন্টে পথ সভা অনুষ্ঠিত হয়। পথসভাসমূহে প্রধান অতিথি ছিলেন আল্লামা হাশেমী ইসলামী মিশন বাংলাদেশের চেয়ারম্যান কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা কাযী মুহাম্মদ মুদাচ্ছের হাশেমী। উদ্বোধক ছিলেন গাউছিয়া হাশেমী কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাওলানা কাযী মুহাম্মদ জিয়া উদ্দীন হাশেমী।
এ সময় উপস্থিত ছিলেন আবুল কাশেম, গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশ আনোয়ারা উপজেলার সভাপতি মাওলানা মনির আহমদ আনোয়ারী, হাজী মুহাম্মদ ইসমাইল হোসেন রানা, বাঁশখালী উপজেলা সভাপতি মাওলানা হাফেজ আবুল হোসাইন, সীতাকুন্ড উপজেলা সভাপতি শওকত উসমান চৌধুরী, সাধারণ সম্পাদক মুহাম্মদ হেলাল উদ্দীন, ফটিকছড়ি উপজেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম পারভেজ, ফটিকছড়ি পৌরসভা সভাপতি মিনহাজ উদ্দিন রুবেল, মাওলানা জাহেদুল ইসলাম কাদেরী, মাওলানা সৈয়দ মুহাম্মদ হাবিব উল্লাহ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।