Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় চালক ও হেলপাড় নিহত

প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে বিকল একটি ট্রাককে দ্রুত গতির অপর একটি ট্রাক ধাক্কা দিলে বিকল ট্রাকের চালক ও হেলপাড় নিহত হয়েছেন। রবিবার রাত সোয়া তিনটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার সাটিয়াচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বগুড়া জেলার সাজাপুর উপজেলার সাজাপুর গ্রামের চালক শফিকুল ইসলাম (৪০) ও হেলপাড় সোহেল (২২)।
পুলিশ জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী একটি ট্রাক (বগুড়া ট ১১-১৫২৪) মহাসড়কের ওইস্থানে বিকল হয়। বিকল ট্রাকটি চালক শফিকুল ও হেলপার সোহেল মেরামত করার জন্য ট্রাকের নীচে মেরামতের কাজ করতে থাকেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুত গতির অপর একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৪-০৭৮২) বিকল ট্রাকটিকে ধাক্কা দিলে বিকল ট্রাকের নীচে থাকা চালক শফিকুল ও হেলপাড়া সোহেল ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা পুলিশ দূর্ঘটনাকবলিত ট্রাক দুটি সড়িয়ে ট্রাকের নীচ থেকে তাদের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বাবলু শেখ বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপাড়া পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। মামলার প্রস্তুতি চলছে বলে তিনি উল্লেখ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ