Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

তাহসানের ১০০ নাটকে অভিনয়

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

সঙ্গীতশিল্পী তাহসান সঙ্গীতের পাশাপাশি নিয়মিত নাটকেও অভিনয় করেন। অভিনয়ে তার অভিষেক ঘটে ২০০৪ সালে। আফসানা মিমি পরিচালিত অফবিট ছিল তার প্রথম নাটক। তারপর থেকে এখন পর্যন্ত নাটকে অভিনয় করছেন। এ বছর তার ১০০ নাটকে অভিনয় করা পূর্ণ হয়েছে। তার অভিনীত ১০০তম নাটকটি সম্প্রতি নির্মিত হয়েছে। মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত নাটকটির নাম কল্পতরু। নাটকে অভিনয়ের সেঞ্চুরি করার বিষয়টি তাহসান তার অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়েছেন। সেখানে নাটকটির শুটিংয়ের বেশকিছু ছবি শেয়ার করে তিনি লেখেন, আমার ১০০তম নাটক কল্পতরু। এই কাজটা একটু আলাদাভাবে করতে চেয়েছিলাম। গ্রুপ এ গল্প চেয়ে একটা পোস্ট দেওয়া হয়েছিল দুমাস আগে। সেখান থেকেই বাছাই করা গল্প নিয়ে নাটকটি তৈরি হয়েছে। গল্প পাঠিয়েছেন ফারিয়া কবির আভা। বিশেষ এই মুহূর্তকে স্মরণীয় করে রাখেন তাহসান। কল্পতরু নাটকের সেটে ইউনিট ও বেশ কয়েকজন ভক্তের সঙ্গে কেক কেটে ১০০তম নাটকে অভিনয় করার আনন্দ উদযাপন করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ