Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারও মঞ্চে আসছে নাটক স্তালিন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ স¤পাদক জোসেফ স্তালিনের জীবনী নিয়ে মঞ্চ নাটক স্তালিন। নাটকটির নির্দেশক কামালউদ্দিন নীলু। এ বছরের ১০ জুন নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। এরপর ১১-১২ জুন আরও দুটি প্রদর্শনী হয়। দ্বিতীয় প্রদর্শনীর পর নাটকটিকে ঘিরে আপত্তি তুলে বেশ কয়েকজন বামপন্থি নেতাকর্মী। তবে নাটকটির মঞ্চায়ন থেমে নেই। আগামী ১৩ ও ১৪ নভেম্বর বেইলী রোডের মহিলা সমিতি মিলনায়তনে এর প্রদর্শনী হবে। নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন অভিনেতা মো. শাহাদত হোসেন। তিনি জানান, প্রথমদিকে নাটকটি নিয়ে যে বিতর্ক হয়েছে, তা এখন অনেকের কাছে পরিষ্কার হয়ে গেছে। সমালোচকরা মোটাদাগে এটি দেখে সমালোচনা করেছিলেন। এখন তারাও সেটি বুঝতে পেরেছেন বলে আশা করি। এছাড়া গত শোতে দেশের অনেক বরেণ্য ব্যক্তিত্বরা এসেছেন। তারও নাটকটির খুব প্রশংসা করেছেন। নাটকটির কেন্দ্রীয় চরিত্র ১৯২২ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ স¤পাদক জোসেফ স্তালিন। যেখানে ক্ষমতাধর ব্যক্তিটিকে ঘিরে থাকা নানা চাটুকারিতার নজির তুলে ধরা হয়। নাটকটির নির্দেশক কামালউদ্দিন নীল জানান, স্তালিন একজন গণনায়ক ও কর্তৃত্ববাদী শাসক। পাশাপাশি তিনি এমন এক বিশাল ছায়া, যা তার মৃত্যুর পরও দুনিয়াকে আবিষ্ট করতে পারে। ছিল কিছু বাস্তবতাও। সেগুলোই নাটকে থাকছে। পৌনে তিন ঘণ্টার নাটকে নাম ভ‚মিকায় অভিনয় করেছেন শাহাদাত হোসেন। আরও আছেন সাবিনা সুলতানা, রায়হান আখতার, এ কে আজাদ, মোহাম্মদ রাফী সুমন, শাওন কুমার দে, শিপ্রা দাস, শান্তনু চৌধুরী, সুব্রত প্রসাদ বর্মণ, মর্জিনা মুনা, মেজবাউল করিম, চিন্ময়ী গুপ্তা, কাবেরী জান্নাত প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ