প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
শুক্রবার প্রতীক্ষিত ‘হাউসফুল ফোর’ মুক্তি পেয়েছে। ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই ফিল্মটির অন্যতম অভিনয়শিল্পী কৃতি সানোনের সপ্রতিভ ও গø্যামারাস উপস্থিতি সবার নজর কেড়েছে। তবে কৃতি তার পরবর্তী ফিল্ম ‘মিমি’তে গ্ল্যামার ঝেরে একজন মায়ের ভূমিকায় অভিনয় করবেন। সবার জানা ‘হাউসফুল ফোর’ ফিল্মটি একটি পূর্ণাঙ্গ কমেডি ফিল্ম। জানা গেছে কৃতির পরবর্তী চলচ্চিত্রটির বিষয়বস্তু সিরিয়াস সন্তান ধারণে সারোগেসি পদ্ধতি নিয়ে ফিল্মটির কাহিনী। যতটুকু জানা গেছে কৃতি ‘মিমি’তে একজন সারোগেট মায়ের ভূমিকায় অভিনয় করবেন, অর্থাৎ যে মায়েরা সন্তান ধারনে অক্ষম বা গর্ভে সন্তান ধারণ করতে চায় না তাদের হয়ে নিজ গর্ভে সন্তান ধারণ করে তারাই হল সারোগেট মা। চরিত্রটি চিত্রায়নের জন্য কৃতি এখনই প্রস্তুতি নেয়া শুরু করে দিয়েছেন। তার যে মেয়ে বন্ধুরা সন্তানসম্ভবা বা এরই মধ্যে মা হয়েছে তাদের কাছ থেকে তিনি অভিজ্ঞতা অর্জন করছেন। এছাড়া তিনি সারোগেসি সম্পর্কে জানার জন্য একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ’র সঙ্গেও যোগাযোগ করেছেন। মায়ের কাছ থেকে জানছেন মাতৃত্বকালীন আবেগগত অবস্থা। ফরহাদ সামজির পরিচালিত ‘হাউসফুল ফোর’-এ কৃতি ছাড়াও অভিনয় করেছেন অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, ববি দেওল, পূজা হেগড়ে, কৃতি খারবান্দা, চাঙ্কি পান্ডে। ‘লুকা ছুপি’ খ্যাত ল²ণ উটেকারের পরিচালনায় ‘মিমি’তে আরও অভিনয় করবেন পঙ্কজ ত্রিপাঠী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।