Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বাবার সাথে সউদী গিয়ে লাশ হয়ে দেশে ফিরলেন নাজমুল

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

পরিবারের স্বচ্ছলতা ফেরাতে প্রবাসী বাবার সাথে সৌদি আরবে গিয়ে লাশ হয়ে দেশে ফিরেছে ছেলে। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গোপলনগর (উত্তরপাড়া) গ্রামের আবুল হোসেনের ছেলে নাজমুল হাসান (২৫) এর লাশ দুই মাস পর গতকাল সোমবার সকালে দেশে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ নিয়ে ওই এলাকায় বইছে শোকের মাতম।

জানা যায়, গত পাঁচ মাস পূর্বে নাজমুল হাসান হাউজ ড্রাইভারের ভিসা নিয়ে বাবার সাথে সৌদি আরবের আলজুব তফাজ্জল এলাকায় পারি জমায়। ওই দেশে গিয়ে তিন মাসের মাথায় হৃদরোগে আক্রান্ত হয়ে নাজমুল বুকে ব্যাথা অনুভব করে। বিষয়টি জানতে পেরে তার চাচা জাহাঙ্গীর আলম ও অন্য বাঙালি প্রবাসীরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক অন্য একটি হাসপালে প্রেরণ করে। সেখানে গিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৪ সেপ্টেম্বর বাংলাদেশের সময় সকাল ৭টায় মারা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ