রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কলেজ পর্যায়ে একমাত্র মহিলা বিদ্যাপিঠ আব্দুল গফুর মহিলা কলেজ এমপিওভুক্ত না হওয়ায় মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
গতকাল সোমবার দুপুরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এসময় কমলগঞ্জ-আদমপুর রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। মানববন্ধনে অংশ গ্রহন করেন শিক্ষক-শিক্ষিকা, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও কলেজের ছাত্রী। পরে এক সভায় বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ইমতিয়াজ আহমদ বুলবুল, কলেজ অধ্যক্ষ হেলাল উদ্দিন, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, এম এ ওয়াহিদ রুলু ও কলেজের শিক্ষক ও ছাত্রীরা।
এসময় বক্তারা বলেন এমপিওভুক্তির সকল কলাম পরিপূর্ণ থাকার পরও এমপিও ভুক্তি না হওয়াতে শিক্ষক কর্মচারীবৃন্দ হতাশ ও অনিশ্চয়তায় রয়েছেন। শেষে কলেজের শিক্ষক ও ছাত্রীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রদান করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।