রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গাইবান্ধার সুন্দরগঞ্জে এ বছর জেএসসি, জেডিসি ও এসএসসি (ভোক) নবম শ্রেণির পরীক্ষায় অংশ নিচ্ছে ৭ হাজার ৮৮৩ জন পরীক্ষার্থী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০১৯ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা, জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা ও এসএসসি (ভোক) অর্থাৎ নবম শ্রেণির ফাইনাল পরীক্ষা ১১টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আগামী ২ নভেম্বর এ পরীক্ষা শুরু হবে। জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৫ হাজার ৬২৮ জন, জেডিসিতে অংশ নিচ্ছে এক হাজার ৪৭১ জন এবং এসএসসি (ভোক) নবম শ্রেণির ফাইনাল পরীক্ষায় অংশ নিচ্ছে ৭৮৪ জন। জেএসসি পরীক্ষা কেন্দ্র ৭টি। এর মধ্যে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯৮৪ জন, আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬২৫ জন, শান্তিরাম মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭৯৩ জন, শিবরাম স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৭৪৭ জন, কাটগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭৩৩ জন, ধর্মপুর ডিডিএম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১১৪৯ জন এবং বেলকা এমসি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৯৭ জন। জেডিসি পরীক্ষা কেন্দ্র ২টি। এর মধ্যে বোয়ালী ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৭০৬ জন, ধুমাইটারী ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৭৬৫ জন। এসএসসি (ভোক) নবম শ্রেণির ফাইনাল পরীক্ষা কেন্দ্র ০২টি। এর মধ্যে শান্তিরাম মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩২৮ জন, ধর্মপুর এসআইডি কেন্দ্রে ৪৫৬ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।