Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সুন্দরগঞ্জে আধুনিক পদ্ধতিতে সড়কে কার্পেটিং

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে এই প্রথম আধুনিক প্রযুক্তির পেভার মেশিন ব্যবহার করে পাঁকা রাস্তার কার্পেটিং-এর কাজ শুরু হয়েছে।
জানা যায়, বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পূনর্বাসন প্রকল্পের আওতায় গত ২০১৭-১৮ অর্থ বছরে সড়ক ও জনপদ বিভাগের বামনডাঙ্গা হতে লক্ষ¥ীপুর ভায়া নলডাঙ্গা জিসি সড়কের ধোপাডাঙ্গা ইউনিয়ন পর্যন্ত পাঁকাকরণের কার্যাদেশ পায় মেসার্স মতলুবুর রহমান নামের ঠিকাদারী প্রতিষ্ঠান। ৪ কোটি ১২ লাখ ৩৫ হাজার ৪৬২ টাকা চুক্তি মূল্যে ৪.৮০ কি: মি: দৈর্ঘ্য প্রস্থে ১৮ ফুট রাস্তার কার্পেটিং করা হচ্ছে পেভার মেশিনে। উপজেলা প্রকৌশলী আবুল মনছুরের সার্বিক তত্ত¡াবধানে উপ-সহকারি প্রকৌশলী ময়নুল ইসলামের সার্বক্ষণিক দেখাশুনায় সিডিউল অনুসরণে গত ৬ আগস্ট থেকে সড়কটি পাকা করণ কাজ শুরু হয়। নজরদারী সঠিকভাবে থাকায় রাস্তার কাজ হচ্ছে দ্রæত গতিতে। উপজেলা প্রকৌশলীর নির্দেশনায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে অটোমেটিক মেশিনে নির্মাণ সামগ্রী মিশ্রিত করে স্পট পেভার মেশিনের সাহায্যে নিখুঁতভাবে দ্রæত গতিতে কাজ এগিয়ে চলছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আবুল মনছুর জানান, এ ধরনের আধুনিক প্রযুক্তির মেশিন ব্যবহার করে সড়কের কার্পেটিং করা হলে স্থায়ীত্ব দীর্ঘ হয় এবং কার্পেটিং এর কাজ নিখুঁত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ