বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন পদ্মা আবাসিক হোটেল থেকে রোববার নুরুন্নবী (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নুরুন্নবী টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত নুরুল নবী সিদ্দিকীর ছেলে। পদ্মা আবাসিক হোটেলের মালিক সাজিদ আহমেদ বলেন, তিন দিন আগে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য এসে নুরুন্নবী আমাদের হোটেলে ওঠেন। রোববার সকালে হোটেলের পার্টনার বাবুল তার রুম আটকানো দেখে ডাকাডাকি করলেও সে কোন সাড়া দেয়নি। পরে সে বিষয়টি হোটেলের অন্যদেরসহ আমাকে জানায়। পরে খবর পেয়ে সদর ফাঁড়ি পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
টাঙ্গাইল সদর ফাঁড়ির অফিসার ইনচার্জ মোশারফ হোসেন বলেন, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।