Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অসময়ের বৃষ্টিতে আমনের ক্ষতি!

মো. আশিকুর রহমান টুটুল, লালপুর (নাটোর) থেকে | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

হেমন্তের মাঝে অসময়ে টানা দুই দিনের বৃষ্টিতে নাটোরের লালপুরে পাকা-আধপাকা রোপা আমন ধানের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা যায়, গত দুইদিনের টানা বৃষ্টিতে মাঠে মাঠে ধান ক্ষেতগুলিতে পানি জমে আছে, আর পাকা-আধপাকা সোনালী রোপা আমন ধানগুলি মাটিতে লুটিয়ে পড়ছে কোনা কোন ক্ষেতে পাকা ধানের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়ও আধাপাকা ধানগুলিও পড়ে গেছে। এসময় ধানচাষিদের সঙ্গে কথা বলতে চাইলে ওয়ালিয়া গ্রামের ধান চাষি নাজমুল হোসাইন বলেন, ‘আমার ৮বিঘা জমিতে রোপা আমন ধান চাষ করেছিলোম। ধানগুলি প্রায় পেকে গিয়েছিলো অসময়ের বৃষ্টিতে জমির ধান পড়ে গেছে প্রায় জমিতে পানি জমে আছে। এই বৃষ্টিতে অনেক বড় ক্ষতি হয়ে গেলো। বৃষ্টি বন্ধ না হলে ধান নষ্ট হয়ে যাবে।’

ধান চাষি আকমল হোসেন বলেন, ‘আমার ধানগুলি আধাপাকা গত দুইদিনের বৃষ্টিতে প্রায়ধানই পড়ে গেছে এতে অনেক ধানর চিটা হবে। তাছাড়াও ধান পড়ে যাওয়ায় ধান ক্ষেতে ইদুরের উপদ্রব বাড়বে বলে জানান তিনি।’ ধান চাষি সাইফুল হোসেন বলেন, ‘আর কয়দিন পড়েই পাকা ধান কাটা শুরু হবে কিন্তু দুইদিনের বৃষ্টিতে জমির পাকা ধান পড়েগেছে, জমিতে পানি জমে আছে দ্রুত বৃষ্টির পানি নেমে না গেলে পাকা ধানে গাছ গজাবে। বৃষ্টিতে বিশাল ক্ষতি হয়ে গেলো।’

এ ব্যাপারে লালপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম বলেন, ‘দ্রুত পানি নেমে যাওয়ার সাথে সাথে টানা বেশ কয়েকদিন রোদ হলে এ সমস্যা অনেকটাই সমাধান হবে এছাড়াও পাকা ধান দ্রুত কেটে নেওযার পরামর্শ দেন এই কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ