রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সাংবাদিককে দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার জাবেদ রহিম বিজনকে হত্যার হুমকি দেয়া হয়েছে। আখাউড়া যুবলীগ আহবায়ক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের অনুসারীরা ফেসবুকের মাধ্যমে অনবরত তাকে এই হুমকি দিচ্ছেন। হত্যা মামলাসহ দেড় কোটি টাকা খরচ দেয়ার উল্লেখ করে গত শনিবার রাতে একটি পোস্ট দেয়া হয়। ‘কাজল ভাইয়ের সমর্থক’ নামীয় ফেসবুক আইডি থেকে এটি পোস্ট হয়েছে। প্রসঙ্গত, আখাউড়ায় যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল নিয়ে সম্প্রতি দৈনিক মানবজমিনে একটি সংবাদ প্রকাশ হয়। এতে উপজেলা যুবলীগ নেতা তাকজিল খলিফা কাজলের নানা অপকর্ম তুলে ধরা হয়। কাজল ছাড়াও তার ভাই-ভাতিজাদের দুস্কর্মের চিত্র প্রকাশ পায় খবরে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।