Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

কুষ্টিয়ায় জোড়া মাথা ও ৩ হাত বিশিষ্ট শিশুর জন্ম

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

কুষ্টিয়ায় জোড়া মাথা ও ৩ হাত বিশিষ্ট শিশুর জন্ম হয়েছে। গতকাল কুষ্টিয়ার সনো হাসপাতালে বেলা ৩টার দিকে ড.সুস্মিতা পালের তত্বাবধানে এই শিশুর জন্ম হয়। জানা যায়, কুষ্টিয়া সদর উপজেলার দহকুলার তরিকুলের স্ত্রী এ্যানি আক্তারের গর্ভ থেকে এ শিশুর জন্ম হয়। জন্মের পর থেকেই এই শিশুটিকে দেখতে কুষ্টিয়ার বিভিন্ন অঞ্চলের উৎসুক জনসাধারন ভিড় জমায় সনো হসপিটালে। কুষ্টিয়ায় এ ধরনের শিশুর জন্ম এটিই প্রথম। বর্তমানে ছেলে শিশুটিকে কুষ্টিয়া সনোহটপিটালে নিবীড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা যায়। এ রির্পোট লেখা পর্যন্ত শিশুটি সুস্থ ছিলো বলে জানা যায়। তবে ৭২ ঘন্টা না যাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাবেনা বলে জানান চিকিৎসকেরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ