প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নানা বিতর্ক, উত্তেজনা আর পারস্পরিক অভিযোগের মধ্য দিয়ে এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের উত্তেজনা এবং আগ্রহ ছিল সভাপতি পদে নিয়ে। এ পদে বর্তমান কমিটির সভাপতি মিশা সওদাগর ও চিত্রনায়িকা প্রার্থী ছিলেন। মিশা প্যানেল দিয়ে আর মৌসুমী স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্ব›দ্বীতা করেন। অনেকেরই আশা ছিল মৌসুমী পাস করবেন। তবে তাদের এ ধারণা উড়িয়ে দিয়ে ভোটাররা মিশা সওদাগরকেই বেছে নিয়েছেন। মৌসুমী হেরে গেছেন। শুক্রবার রাত ২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করলে দেখা যায়, মিশা সওদাগর ভোট দেয়া ৩৮৬-এর মধ্যে পেয়েছেন ২২৭ ভোট আর মৌসুমী পেয়েছেন ১২৫ ভোট। ১০২ ভোটের বিপুল ব্যবধানে হেরে যান মৌসুমী। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জায়েদ খান বিপুল ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হন। তিনি পেয়েছেন ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ইলিয়াস কোবরা পেয়েছেন ৬৮ ভোট। মূলত মিশা-জায়েদ প্যানেলের সবাই নির্বাচিত হন। শুক্রবার সকাল ৯টা থেকে শুরু করে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। অত্যন্ত কড়াকড়ি পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাইরের কোনো লোকজনের উপস্থিতি ছিল না বললেই চলে। এবারের নির্বাচনে মোট ভোটার ৪৪৯। ভোট দেন ৩৮৬ জন। এর মধ্যে বৈধ ব্যালট-৩৫২। বাতিল হয় ৩৪টি। সহ-সভাপতির দুটি পদে জয়ী হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল (৩১১), রুবেল (২৯৩)। স্বতন্ত্র প্রার্থী নানা শাহ পেয়েছেন ৯৮ ভোট। সহ-সাধারণ স¤পাদক পদে জয়ী হয়েছেন আরমান (২৮১)। প্রতিদ্ব›দ্বী সাংকো পাঞ্জা পেয়েছেন ৭১। সাংগঠনিক সম্পাদক পদে অভিনেতা সুব্রত বিনা প্রতিদ্ব›িদ্বতায় জয়ী হয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক স¤পাদক পদে জয়ী চিত্রনায়ক ইমন (২৪৭)। আর পরাজিত হন নূর মোহাম্মদ খালেদ আহমেদ (১০৫)। দপ্তর ও প্রচার স¤পাদক পদে জ্যাকি আলমগীর বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন। সংস্কৃতি ও ক্রীড়া স¤পাদক পদে জয়ী জাকির হোসেন (২৩০)। তার সঙ্গে প্রতিদ্ব›িদ্বতা করেন ডন (১২২)। কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন অভিনেতা ফরহাদ। কার্যকরী পরিষদ সদস্যের ১১টি পদের জন্য প্রার্থী ছিলেন ১৪ জন। তাদের মধ্যে নির্বাচিত হয়েছেন অঞ্জনা সুলতানা (৩২৪), রোজিনা (৩২০), অরুণা বিশ্বাস (৩১৫), আলীরাজ (৩৩৬), আফজাল শরীফ (২৯৩), বাপ্পারাজ (৩০১), আসিফ ইকবাল (৩১৪), আলেকজান্ডার বো (৩৩৭), জেসমিন (৩০৯), জয় চৌধুরী (৩০৩), মারুফ আকিব (২৭৩)। প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চনের সঙ্গে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন পীরজাদা শহিদুল হারুন ও বিএইচ নিশান। আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে আছেন আলম খান, সদস্য হিসেবে রয়েছেন সোহানুর রহমান সোহান ও রশিদুল আমিন হলি। প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন জানান, নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে কেউ আপিল করতে চাইলে ২৭ অক্টোবরের মধ্যে যোগাযোগ করতে হবে। এর জন্য আপিল বোর্ডের কাছে ২০০০ টাকা জমা দিতে হবে। নির্বাচনী আপিল বোর্ডের আপত্তির শুনানি ও নি®পত্তির তারিখ ২৯ অক্টোবর। নির্বাচনী চ‚ড়ান্ত ফল ঘোষণার সাত দিনের মধ্যে বিদায়ী পরিষদ নবনির্বাচিত পরিষদকে দায়িত্ব অর্পণ করার বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় মিশা শওদাগর বলেন, সবার দোয়া ও ভালোবাসায় আবারও জয়ী হতে পেরেছি। চলচ্চিত্রের সব শিল্পী, কলাকুশলীসহ এফডিসির সবার কাছে আমি কৃতজ্ঞ। জয়ী হওয়ার পরই আমার প্রথম কাজ হবে ইশেতেহারে যা যা বলেছিলাম তার বাস্তবায়ন ঘটানো। শিল্পীদের সবাইকে নিয়ে চলচ্চিত্রের উন্নয়নে কাজ করে যাব। গতবার আমাদের যে কাজগুলো করা হয়নি সেগুলো এবার পূরণ করব। সাধারণ স¤পাদক জায়েদ খান বলেন, চলচ্চিত্র শিল্পীরা যাতে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচতে পারে, আমরা সেই ব্যবস্থা করব। শিল্পীরা কেউ হারেনি। আমরা আগামীতে যেন বিগত বছরের কাজের গতিটা ধরে রাখতে পারি সবার কাছে এই দোয়াই চাই। শিল্পী সমিতির সব ভোটারদের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমাদের প্যানেলকে ভালোবেসে ও বিশ্বাস করে আবারও ভোট দিয়ে জয়ী করেছেন। এবার আমাদের উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার পালা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।