Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাবিলা নূরের বিয়ে সম্পন্ন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

বিয়ে করলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। গত শুক্রবার রাজধানীর অফিসার্স ক্লাবে দীর্ঘদিনের প্রেমিক নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়। সাবিলা নূরের পরিবার এবং নেহাল সুনন্দ তাহেরের পরিবারের সদস্যরা এই আয়োজনে উপস্থিত ছিলেন। বিয়ের আসরে বসে তারার মেলা। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন সিয়াম ও তার স্ত্রী, শবনম ফারিয়া, সাফা কবির, ফারহানা নিশু, সাদিয়া জাহান প্রভাসহ অনেকে। এর আগে ২৪ অক্টোবর বৃহ¯পতিবার সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে সাবিলা নূরের হলুদ সন্ধ্যার আয়োজন করা হয়। নেহালের পারিবারিক আয়োজনে বৌভাত অনুষ্ঠিত হবে আজ। সাবিলা নূরের বর নেহাল সুনন্দ তাহের চাঁদপুরের সন্তান, থাকেন ঢাকায়। তিনি পেশায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভির ব্রডকাস্ট প্রকৌশলী। তার সঙ্গে সাবিলা নূরের মন দেয়া নেয়া ছিল আগে থেকেই। অভিনেতা তৌসিফ মাহবুবের মাধ্যমে নেহালের সঙ্গে সাবিলার পরিচয় হয়। সাবিলা নূর ২০১৪ সাল থেকে মডেলিংয়ের মাধ্যমে শোবিজ জগতে প্রবেশ করেন। গ্রামীণফোন, প্রাণ ফিট, রবি ছাড়াও প্রায় ৪০টির মতো জনপ্রিয় বিজ্ঞাপনে তিনি কাজ করেছেন। এছাড়া উপস্থাপনায়ও জড়িত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ