Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দ আব্দুল হাদী’র নতুন গান মনের জানালা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

প্রকাশিত হয়েছে সৈয়দ আব্দুল হাদী’য়র নতুন গান ‘মনের জানালা’। গানটি লিখেছেন জামাল হোসেন এবং সুর সঙ্গীত করেছেন মুহিন খান। প্রকাশিত হয়েছে রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে। গানটি প্রসঙ্গে গীতিকার জামাল হোসেন বলেন, ‘গানটির কথার সঙ্গে মুহিনের সুরের সমন্বয় মনের মতো হয়েছে। হাদী ভাই বাংলাদেশের একজন কিংবদন্তী সঙ্গীতশিল্পী। তিনি এতো দরদ দিয়ে গেয়েছেন যে যতোবারই গানটি শুনি, মন ভরে যায়।’ সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘মনের অনুভূতি প্রকাশের এক অন্যরকম ভালোলাগা মনের জানালা গানটি। গানটির কথায় মুগ্ধ আমি। আর মুহিনতো খুব ভালো কাজ করছে এখন। চমৎকার সুর করেছে। গানটিতে কন্ঠ দেয়ার সময়ই আমার খুব ভালো লেগেছিল। মুহিন বলেন, ‘হাদী স্যার আমার সুরে গান গেয়েছেন এটা আমার জন্য অনেক বড় আশীর্বাদ। আমি খুব ছোট্ট একজন মানুষ। তাকে নিয়ে কাজ করার সাহস করাটাই অনেক বড় কিছু। তিনি যে আমার সুর সঙ্গীতে গান গেয়েছেন এটা আমার চলার পথে অনেক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।’ এদিকে এরইমধ্যে সৈয়দ আব্দুল হাদী ফাহমিদা নবীর সুরে ও পঞ্চমের সঙ্গীত পরিচালনায় একটি গানে কন্ঠ দিয়েছেন। সৈয়দ আব্দুল হাদী বেশ কিছুদিন দেশের বাইরে ছিলেন। বর্তমানে তিনি নিজের জীবন কাহিনী লেখাতে সময় দিচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ