Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিনয়ে ফিরছেন গ্রেসি সিং

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

‘লাগান : ওয়ান্স আপন এ টাইম ইন ইন্ডিয়া’ ফিল্মের জন্য খ্যাত গ্রেসি সিং। তবে বড় পর্দায় নয়, ছোট পর্দায় দেবী সন্তোষী মা’র ভূমিকায় দেখা যাবে তাকে। তিনি এর আগেও ২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত এই ভূমিকায় অ্যান্ডটিভির এই পূরাণভিত্তিক সিরিয়ালে অভিনয় করেছেন। নতুন মৌসুমে ‘সন্তোষী মা - সুনায়ে ব্রত কথায়েঁ’তে হিন্দু ধর্মের ব্রত’র বিভিন্ন দিক বর্ণিত হবে। সূত্রধর হিসেবে গ্রেসির সন্তোষী মা চরিত্রটি সনাতন ধর্মের প্রতিটি উপবাস ব্রত’র উৎপত্তি, পালন এবং একে ঘিরে বিশ্বাস বর্ণনা করবে। গ্রেসি বলেন : “আমার ভক্তরা আমাকে জিজ্ঞাসা করে থাকে আমাকে বিভিন্ন ধরণের চরিত্রে কাজ করার প্রস্তাব দেয়া হলেও আমি নির্দিষ্ট বাছাই করা চরিত্র গ্রহণ করি কেন। এর কারণ হল গভীরভাবে ব্যক্তিগত পর্যায়ে যে চরিত্রের সঙ্গে আমি সংযোগ স্থাপন করতে পারি আমি তাই গ্রহণ করি। “প্রথমবার ‘সন্তোষী মা’তে অভিনয় করে আমি পূর্ণ সন্তুষ্টি পেয়েছি। এমন অলৌকিক চরিত্র করা সহজ নয়, এর ফলে অব্যাখ্যাযোগ্য পরিপূর্ণতা পাওয়া যায়। সন্তোষী মা চরিত্রটির প্রতি আমার আকর্ষণই আমাকে এই সিরিয়ালে ফিরিয়ে এনেছে। ব্রত কীভাবে জীবনকে প্রভাবিত করতে পারে এবার তাই বর্ণা করা হবে।” ‘সন্তোষী মা - সুনায়ে ব্রত কথায়েঁ’ অচিরেই শুরু হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ