রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সম্প্রতি একটি ঘটনার জের ধরে ২ আন্তঃজেলা মহাসড়ক ডাকাতকে আটক করেছে মীরসরাই থানা পুলিশ।
মীরসরাই থানার ওসি জাহিদুল কবির জানান, উক্ত আন্তঃজেলা মহাসড়ক ডাকাত শাহরিয়া (২৫) ও আশরাফুল (২২) কে গত শুক্রবার রাতে আটক করে গতকাল শনিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ওসি জানান, গত মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর এলাকায় রাতে তরিকুল ইসলাম নামের নৌ বাহিনী এক কর্মকর্তা নিজস্ব প্রাইভেট নিয়ে যাবার সময় অভিনব কায়দায় মুখোশধারী ৮-১০জন ডাকাত দল তার উপর আক্রমণ করে নগদ ৩ লক্ষ ১০ হাজার টাকা, ১টি মোবাইল ফোনসহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। এই অবস্থায় তিনি সীতাকুÐ থানায় আশ্রয় নিলে সীতাকুÐ থানা মীরসরাই থানাকে অবগত করে। গত বুধবার নৌ বাহিনী কর্মকর্তা তরিকুল ইসলাম মীরসরাই থানায় এক মামলা দায়ের করেন। গত বৃহস্পতিবার রাতে ১২নং খৈয়াছরা ইউনিয়নের নিজ তালুক গ্রামের শাহরিয়া (২৫) নামে এক ডাকাতকে আটক করে এবং তার দেওয়া তথ্য মতে একই এলাকার আশরাফুল ইসলাম (২২) নামে অপর ডাকাতকে আটক করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।