রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপ বলেছেন ‘শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম বাঁধাগ্রস্থ করতে ষড়যন্ত্র হচ্ছে। তাই চোখ কান খোলা রেখে কর্মীদের কাজ করতে হবে।’
গত শুক্রবার সন্ধ্যায় কালকিনি পৌর এলাকার কাষ্টগড় তালুকদার বাড়ি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন ‘বঙ্গবন্ধুকে হত্যার পেছনে জিয়াউর রহমানের হাত ছিল। জিয়াউর রহমান খুনিদের প্রশ্রয় দিয়েছে এবং ইতিহাস পাল্টে দেয়ার চেষ্টা করেছে।’
কাষ্টগড় তালুকদার বাড়ি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাকিলুর রহমান সোহাগ তালুকদারের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক হরিপদ দাসের সার্বিক পরিচালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট ওবাইদুর রহমান কালু খান, উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মশিউর রহমান সবুজ, আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট রহমাতুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।