Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলারোয়ায় ভারতীয় বিড়িতে সয়লাব

কলারোয়া (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

কলারোয়া ও সংলগ্ন অঞ্চলের হাট-বাজার ভারতীয় টেÐুপাতার বিড়িতে সয়লব হয়ে গেছে। ফলে দেশীয় বিড়ি বিক্রি হ্রাস পাওয়ায় সরকার লাখ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

জানা যায়, রাতের আধারে সীমান্তের চোরাই পথে পাচার হয়ে আসছে ভারতীয় টেÐুপাতার বিড়ি। ভারতীয় বিড়ির মধ্যে কালুর বিড়ি, ঝর্ণা বিড়ি, হরিণ মার্কা বিড়ি বেশী পাচার হয়ে আসছে। কলারোয়ার কেড়াগাছি, গাড়াখালী, দক্ষিণ ভাদিয়ালী, উত্তর ভাদিয়ালী, রাজপুর, চান্দা, বড়ালী, হিজলদী, সুলতানপুর, গোয়ালপাড়া, চান্দুড়িয়া, শার্শার রুদ্রপুর, গোগা সাতক্ষীরা সদরের তলুইগাছা, কুশখালী, বৈকারী সীমান্ত পথে এসব বিড়ি পাচার হয়ে আসে বলে সূত্র জানায়। রাতের আধারে পাচার হয়ে এলেও প্রকাশ্য দিবালোকে হাট বাজারে এই বিড়ি বেচা কেনা চলছে। কলারোয়া উপজেলার চন্দনপুর, বুঝতলা, সিংগা, সোনাবাড়িয়া, বেলেডাঙ্গা, ভাদিয়ালী, কাজিরহাট, শাকদা, খোর্দ্দ, রায়টা, সরসকাটি, যুগিখালী, বামনখালী, ধানদিয়া, জালালাবাদ, বাটরা, যুগিবাড়ি বাজার, শার্শা উপজেলার বাগআচড়া, বাইখোলা, জামতলা, সাতমাইল বাজার, সাতক্ষীরা সদরের শহরতলী, ঝাউডাঙ্গা, আকড়াখোলা, রেউই, মাধবকাটি, বাশদা, আবাদের হাট বাজার, তালার পাটকেলঘাটা বাজার, মনিরামপুর উপজেলার রাজগজ্ঞ ও কাঠালতলা বাজার, ঝিকরগাছা উপজেলার বাকড়া বাজারসহ সংলগ্ন গ্রামগঞ্জের হাট বাজারের দোকানে ভারতীয় টেÐুপাতার বিড়ি বেচাকেনা হচ্ছে বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়। ফলে এসব হাটবাজার এলাকার রাস্তা ঘাটের পাশে ভারতীয় বিড়ির প্যাকেট পড়ে থাকতে দেখা যাচ্ছে। প্রকাশ্যে ভারতীয় টেÐুপাতা বিড়ি বেচাকেনা হওয়ার কারণে দেশীয় বিড়ির বেচাকেনা হ্রাস পেয়েছে। ফলে সরকার লাখ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ