রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঝালকাঠির নলছিটিতে হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে পৌরসভা মিলনায়তনে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে দুই গ্রæপে ৫ জন করে ১০ জন প্রতিযোগি অংশ নেয়। ‘ক’ গ্রæপে হাফেজ আতিকুর রহমান চ্যাম্পিয়ন ও হাফেজ মাহমুদুল করীম রানার্সআপ হয়। ‘খ’ গ্রæপে চ্যাম্পিয়ন হয় মো. আবদুল্লাহ ও রানার্সআপ হয়েছে আবদুল্লাহ মো. ফয়সাল। দুই গ্রæপের চ্যাম্পিয়নকে পুরস্কার হিসেবে ২০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র এবং রানার্সআপকে ১৫ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। অন্যদের ৫ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।
কুরআন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা মো. রুহুল আমিন, হাফেজ মাওলানা ইব্রাহিম ও হাফেজ ওমর আলী। আত ত্বরীক হুফফাজুল কুরআন ফাউন্ডেশন এ প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. তরিকুল ইসলাম। ব্যবস্থাপনায় ছিলেন মুফতি হানযালা নোমানী। অনুষ্ঠানে স্থানীয় ১১টি মসজিদের ইমাম ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ২২টি প্রতিষ্ঠানের ৮০ জন প্রতিযোগি অংশ নেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।