Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুরনো লায়ন সিনেমা হল এবার মাল্টিপ্লেক্স রূপে চালু হচ্ছে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

এবার পুরনো ঢাকায় চালু হতে যাচ্ছে মাল্টিপ্লেক্স সিনেমা হল। এক সময়ের লায়ন সিনেমা হলের নামেই এই মাল্টিপ্লেক্স যাত্রা শুরু করছে। ইসলামপুর এলাকায় একসময় লায়ন সিনেমাস নামে একটি প্রেক্ষাগৃহ ছিল। এটি বন্ধ হওয়ার বহু বছর পর একই মালিক কেরানীগঞ্জের মাল্টিপ্লেক্সটি নির্মাণ করেছেন। তবে এটির তত্ত্বাবধানের দায়িত্বে থাকছে জয় সিনেমাস নামের আরেকটি প্রতিষ্ঠান। বুড়িগঙ্গার বাবু বাজার ব্রিজ সংলগ্ন কেরানীগঞ্জের নবনির্মিত লায়ন শপার্স ওয়ার্ল্ডের সপ্তম, অষ্টম ও নবম তলা মিলিয়ে এ মাল্টিপ্লেক্সটি নির্মিত হয়েছে। এখানে মোট চারটি হল থাকছে। প্রতিটিতে আসনসংখ্যা ২০০টি। সাধারণ স্ক্রিনের পাশাপাশি এখানে থ্রি-ডি সিনেমা দেখার ব্যবস্থাও রয়েছে। এ প্রসঙ্গে জয় সিনেমাসের ব্যবস্থাপক বায়জিদ হাসান শাওন বলেন, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে গত বছর মাল্টিপ্লেক্সটির কাজ শুরু হয়। এখন কাজ প্রায় শেষের দিকে। আগামী ১৬ ডিসেম্বর আমরা প্রেক্ষাগৃহটি চালু করতে যাচ্ছি। স¤প্রতি লায়ন সিনেমাসের কর্ণধার মীর্জা আব্দুল খালেক এবং জয় সিনেমাসের ব্যবস্থাপনা পরিচালক আহাদ মোহাম্মদের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। মীর্জা আব্দুল খালেক বলেন, লায়ন সিনেমাস শুধুমাত্র একটি প্রেক্ষাগৃহ নয় বরং এদেশের সিনেমার ইতিহাসের একটি অংশ। সে জন্য আমরা চাই অতীতের মতই সগৌরবে টিকে থাক লায়ন সিনেমাস। জয় সিনেমাসকে পাশে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। অন্যদিকে জয় সিনেমাসের পরিচালক মুশফিকুর রহমান বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেই একমাত্র বিগত দিনে প্রেক্ষাগৃহের উন্নয়নে কোনো কাজ হয়নি। অথচ সপরিবারে সিনেমা দেখাটা ছিল আমাদের ঐতিহ্য। আমরা সারাদেশেই মাল্টিপ্লেক্স গড়ে তুলতে চাই। সে লক্ষ্যেই চট্টগ্রামের চকবাজারে বালি অর্কিডে তিনটি স্ক্রিনে একটি মাল্টিপ্লেক্সের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। আগামী বছরের জুনে ওই মাল্টিপ্লেক্সটি শুরু হবে বলে আশা করছি। তিনি জানান, লায়ন সিনেমাসে নিয়মিত বাংলাদেশের সিনেমা দেখানো হবে। পাশাপাশি বলিউডের সিনেমাও মুক্তি দেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ