প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এগিয়ে চলেছে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০১৯’এর বিচার কার্যক্রম। জমাকৃত গানগুলো থেকে শ্রেষ্ঠ গান বাছাইয়ের জন্য বিচারকার্য পরিচালনা করছেন দেশের বিখ্যাত সঙ্গীতজ্ঞরা। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস্ ২০১৯-এ, ১৪টি ক্যাটাগরিতে সমালোচক পুরস্কার প্রদান করার লক্ষে এর বিচারকার্য এখন প্রায় শেষের দিকে। এবারে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস্ ২০১৯-এ বিচারকরা হলেন, আজাদ রহমান, ফেরদৌসী রহমান, গাজী মাজহারুল আনোয়ার, শেখ সাদী খান, সৈয়দ আবদুল হাদী, খুরশীদ আলম, ফরিদা পারভীন, তপন মাহমুদ, সমরজিৎ রায় চৌধুরী, আবিদা সুলতানা, ফুয়াদ নাসের বাবু, মকসুদ জামিল মিন্টু, গিয়াসউদ্দিন সেলিম, মনিরুজ্জামান, বীরেন সোম, আনিস ইসলাম, আজম বাবু, আব্দুর রহমান, মুশফিকুর রহমান গুলজার এবং রেজানুর রহমান। এবার যে সকল ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে তা হলো- শ্রেষ্ঠ রবীন্দ্র সংগীত, শ্রেষ্ঠ নজরুল সংগীত, শ্রেষ্ঠ লোক সংগীত, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সংগীত পরিচালক, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও, শ্রেষ্ঠ কাভার ডিজাইন, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার, শ্রেষ্ঠ আধুনিক গান, শ্রেষ্ঠ ব্যান্ড, শ্রেষ্ঠ নবাগত শিল্পী, শ্রেষ্ঠ ছায়াছবির গান, শ্রেষ্ঠ উ”চাঙ্গসঙ্গীত (কন্ঠ), শ্রেষ্ঠ উচ্ছাঙ্গসঙ্গীত (যন্ত্র)। এই আয়োজনে দেশের একজন বরেণ্য সঙ্গীতশিল্পীকে আজীবন সম্মাননা প্রদান করা হবে। উল্লেখ্য, সুস্থ সঙ্গীতের বিকাশ এই লক্ষ্যকে সামনে রেখে দেশের সুস্থ ধারার সঙ্গীতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০০৪ সালে শুরু হয়েছিল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। তারই ধারাবাহিকতায় ২০১৮ সালের সিডি, ডিভিডি ও অনলাইনে রিলিজকৃত প্রায় সকল গান জমা পড়ে ১৪তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস্ ২০১৯-এর এই আয়োজনে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।