প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রকাশিত হয়েছে সঙ্গীতশিল্পী তাসলিমা জাহান মৌ ও শানের দ্বৈত গান ‘অদ্ভুত ভালো লাগা’। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। গানটির কথা লিখেছেন এবং সুর করেছেন রিয়াদ অনিক। আর সঙ্গীতায়োজনে ছিলেন শান নিজেই। কক্সবাজারের বিভিন্ন মনোরম দৃশ্যে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্দেশনা দিয়েছেন লতা আচারিয়া। শান বলেন, ‘মৌ-এর কন্ঠে অন্য রকম এক মুগ্ধতা আছে। আমি মনে করি, এ কারণেই ও সঙ্গীতের পথে অনেক দূর যাবে। গানটি প্রকাশের পর শ্রোতামহল থেকে দারুণ প্রশংসা পাচ্ছি। মৌ জানান, ‘এটি আমার প্রকাশিত ২য় মৌলিক গান। অনেকটা সময় নিয়ে গানটির অডিও-ভিডিও করা হয়েছে। শ্রোতাদের পছন্দের কথা বিবেচনা করেই। শান ভাই অনেক গুণী একজন শিল্পী ও সঙ্গীত পরিচালক। তার সাথে কাজ করতে পেরে আমি আনন্দিত। গানটি প্রকাশের পর পরিচিত অনেকেই প্রশংসা করছেন। এটা আমার জন্য অনুপ্রেরণা। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করে ‘অদ্ভুত ভালো লাগা’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।