প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
হলিউডের ‘ফ্রোযেন টু’ চলচ্চিত্রটির জন্য প্রিয়াঙ্কা চোপড়া আর পরিণীতি চোপড়া হাত মেলাচ্ছেন। তবে তারা ক্যামেরার সামনে নয় বরং মাইক্রোফোনের সামনে দাঁড়াবেন। জানা গেছে চোপড়া বোনেরা ‘ফ্রোযেন টু’র হিন্দি সংস্করণে দুই প্রধান চরিত্রের ভয়েসওভার করবেন। প্রিয়াঙ্কা চোপড়া কণ্ঠ দেবেন এলসা চরিত্রের জন্য আর পরিণীতি দেবেন অ্যানার কণ্ঠ। প্রিয়াঙ্কা জানিয়েছেন এলসার আত্মবিশ্বাসী ও জেদী স্বভাবের সঙ্গে তিনি সহজেই মানিয়ে নিতে পারেন এবং ‘ফ্রোযেন টু’র হিন্দি সংস্করণের সঙ্গে যুক্ত হওয়া বড় একটি সুযোগ। তিনি বলেন : “পরিণীতি অ্যানার কণ্ঠ দিচ্ছে বলে আমার আনন্দ আরও বেড়ে গেছে। আমরা দুজন আগে একসঙ্গে কাজ করিনি। এটি একসঙ্গে কাজ করার জন্য সবচেয়ে উপযুক্ত ফিল্ম, এই অভিজ্ঞতা আমার চিরদিন মনে থাকবে।” পরিণীতি বলেন, “প্রথম ফিল্মটি আমার খুব ভাল লেগেছে। কখনও ভাবিনি আমি অ্যানার কণ্ঠ দেব। তবে আসল আনন্দ হল আমার আসল বোনের সঙ্গে কাজ করছি। “মজার ব্যাপার হচ্ছে আমাদের চরিত্র ফিল্মের চরিত্রের মতই। মিমি দিদি এলসার মত আর আমি অ্যানার মত। তাই এটি স্মরণযোগ্য ফিল্ম। দর্শকদের অনুভূতি জানার অপেক্ষায় আছি।” ক্রিস বাক এবং জেনিফার লির পরিচালনায় ‘ফ্রোযেন টু’ ২২ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে। ‘ফ্রোযেন’ (২০১৩) ১.২৭৬ বিলিয়ন ডলার আয় করে। ফিল্মের ‘লেট ইট গো’ বিশ্বব্যাপি জনপ্রিয়তা লাভ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।