Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নেছারাবাদে অশ্লীল ভিডিওর দোকানদারসহ ২ জনের দন্ড

নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৯, ১২:০২ এএম

পিরোজপুরের নেছারাবাদে বাণিজ্যিক কম্পিউটারে অশ্লীল ভিডিও সংরক্ষণ ও সরবারহের অপরাধে এস, কে ফটোস্ট্যাট নামক দোকানের মালিক ও কর্মচারীসহ দুজনকে পৃথক কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জগন্নাথকাঠি বাজারে ওই অভিযান চালানো হয়। অভিযানে দোকান মালিক জামাল হোসেনকে একমাস এবং কর্মচারী নিয়াজ মাহমুদকে বিশ দিন কারাদন্ড দেয়া হয়। দন্ডপ্রাপ্ত জামাল হোসেন (৪৫) নেছারাবাদ উপজেলার পাশবর্তী বানারীপাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুল রাজ্জাকের ছেলে। এছাড়া অপরজন নেছারাবাদ উপজেলার সংগীতকাঠি গ্রামের মো. নিয়াজ মাহমুদ (২৮)। অভিযানকালে দোকান থেকে ওই অশ্লীল ভিডিও সংরক্ষণ করা কম্পিউটার জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আবদুল্লাহ আল মামুন বাবু অভিযান পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করেন নেছারাবাদ থানা পুলিশের একটি দল।

উল্লিখিত দোকানে অশ্লীল ভিডিও বাণিজ্যিক কম্পিউটার থেকে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মোবাইলে সরবারহ করা হতো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ