Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দরপতন অব্যাহত অপরিশোধিত জ্বালানি তেলের

প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। বৈশ্বিক চাহিদা নিয়ে শঙ্কার পাশাপাশি সাম্প্রতিক তথ্য-উপাত্তে যুক্তরাষ্ট্রের অর্থনীতির দুর্বলভাব স্পষ্ট হয়ে ওঠার ছাপ পড়েছে পণ্যটির আন্তর্জাতিক বাজারে। পণ্যটির বাজার নিম্নমুখিতাকে বর্তমানে আরো জোরালো করে তুলেছে বৈশ্বিক অর্থনীতিতে ব্রেক্সিটের (যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ) নেতিবাচক প্রভাবের সম্ভাবনা। খবর মার্কেট ওয়াচ। নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) জুলাইয়ে সরবরাহের চুক্তিতে যুক্তরাষ্ট্রের বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ব্যারেলে ৪৮ সেন্ট। গত সপ্তাহে এখানে পণ্যটির বাজার স্থির হয় প্রতি ব্যারেল ৪৮ ডলার ১ সেন্টে। চুক্তিটির আওতায় সারা দিনের লেনদেনে পণ্যটির মোট দরপতনের হার দাঁড়িয়েছে ১ শতাংশ। এর ফলে নিউইয়র্কের বাজারে টানা পাঁচদিনের মতো দাম কমল পণ্যটির। লন্ডনের ইন্টার কন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) আগস্টে সরবরাহের চুক্তিতে আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্ট তেলের দাম কমেছে ব্যারেলে ৮৬ সেন্ট। গত বুধবার দিনশেষে এখানে পণ্যটির বাজার স্থির হয় প্রতি ব্যারেল ৪৮ ডলার ৯৭ সেন্টে। বাজারে চুক্তিটির আওতায় পণ্যটির আগের দিনের তুলনায় দরপতনের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৭ শতাংশে। ডবিøউইটিআইয়ের মতো এদিন ব্রেন্টের বাজারও শেষ হয়েছে টানা পঞ্চমদিনের মতো নিম্নমুখিতায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দরপতন অব্যাহত অপরিশোধিত জ্বালানি তেলের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ