পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্ট : বর্তমানে প্রায় ৮৬ লাখ বাংলাদেশি বিদেশে কর্মরত আছেন। এছাড়া দেশের জনশক্তিতে প্রতি বছর অতিরিক্ত ২ লাখ যুবশক্তি যোগ হচ্ছে। এর উল্লেখযোগ্য অংশ বিদেশে গিয়ে প্রচুর রেমিটেন্স পাঠাচ্ছেন। এর পরিমাণ প্রায় ১৫ বিলিয়ন ডলার। মোট প্রবাস আয়ের ২২ শতাংশ অর্থই দেশে প্রবেশ করে হুন্ডির মাধ্যমে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আয়োজিত ‘প্রবাস আয়ের বিনিয়োগ সম্পর্কিত জরিপ-২০১৬’ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। জরিপে দেখা গেছে, দেশে প্রতি বছর যে পরিমাণ প্রবাস আয় বা রেমিটেন্স আসছে, তার ২২ শতাংশ অর্থ হুন্ডিতে প্রবেশ করে। ৭৮ শতাংশ আসে বৈধ চ্যানেলের মাধ্যমে। তবে যে অর্থ আসে তার ২৫ দশমিক ৩৩ শতাংশ বিনিয়োগে যাচ্ছে। আর বিদেশে যাওয়ার জন্য যে ঋণ নেওয়া হয়েছে তাতে ব্যয় হচ্ছে ১০ দশমিক ৮৭ শতাংশ অর্থ। জরিপে দেখা গেছে, ২০১৫ সালে প্রবাস আয়ের ৯৬ শতাংশ আসে নগদে এবং ৪ শতাংশ আসে দ্রব্যমূল্য হিসেবে। বিকাশের মাধ্যমে ১৪ দশমিক ৩১ শতাংশ আসে। পাঠানো টাকার ৪৪ দশমিক ১৮ শতাংশ টাকা বাবা-মা এবং ৪১ দশমিক ৭৮ শতাংশ পরিবারের স্বামী বা স্ত্রী গ্রহণ করেন। ৪০ দশমিক ৭১ শতাংশ খানা প্রবাস আয়ের টাকা সঞ্চয় করে। সারা বিশ্বে প্রবাসীদের পাঠানো অর্থ (রেমিটেন্স) দেশের মূল ধারায় বিনিয়োগ করতে হবে। তা হলে দেশের অর্থনীতি পাল্টে যাবে। প্রবাসীদের পাঠানো অর্থ দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কিন্তু এ অর্থকে সঠিকভাবে বিনিয়োগ করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, প্রবাসীদের সঙ্গে আলোচনা করে তাদের পাঠানো অর্থ ভালো ভালো প্রকল্পে বিনিয়োগ করা হবে। বাংলাদেশ থেকে সৌদি আরবে জনশক্তি রফতানিতে যে সমস্যা ছিল তা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি দাবি করে পরিকল্পনামন্ত্রী বলেন, খুব শিগগিরই আগের মতো বাংলদেশ থেকে সৌদি আরবে জনশক্তি রফতানি করা যাবে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি সফরে গিয়ে দেশটির বাদশাহের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করেছেন। মন্ত্রী জানান, কিছু রোহিঙ্গা বাংলাদেশি পাসর্পোট ব্যবহার করে সৌদি আরবে গিয়ে খারাপ কাজ করে বাংলাদেশের দুর্নাম করেছেন। এ কারণে সৌদি সরকার বাংলাদেশের ওপর অসন্তুষ্ট ছিল। মুস্তুফা কামাল বলেন, সারা বিশ্বের প্রবাসীরা ৫৮৮ বিলিয়ন ডলার আয় করেন। এর মধ্যে ১৫ বিলিয়ন ডলার বাংলাদেশিরা আয় করছেন। ভবিষ্যতে আয় আরও বাড়বে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।